ঈদ উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু বৃহস্পতিবার, মিলবে তেল-চিনি-ডাল

সিনিয়র করেসপন্ডেন্ট  ::

 

ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে) থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিক্রি চলবে ৩ জুন পর্যন্ত।

 

 

বুধবার (২১ মে) টিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তাও বিশেষ ট্রাকসেল থেকে ঈদের ভোগ্যপণ্য কিনতে পারবেন।

 

রাজধানীসহ সারা দেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে থাকবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল।

 

৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলা শহরে থাকবে ১০টি করে।

 

ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম ২২ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।

 

যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

এ সময়ে ভোক্তাপ্রতি ১৩৫ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, ৮৫ টাকা কেজি দরে এক কেজি চিনি ও ৮০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি করবে টিসিবি।