গাজায় এক রাতের ইসরায়েলি হামলায় নিহত ৯৩, সহিংসতা অব্যাহত

আন্তজার্তিক ডেস্ক ::

 

গাজা উপত্যকাজুড়ে বুধবার (২১ মে) ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

 

এদিন ইসরায়েলি সেনাবাহিনী দেইর আল-বালাহ এলাকায় একটি গুদামঘরে হামলা চালায়, যেখানে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন।

 

এতে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন।

চিকিৎসা সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত হামলায় আরও অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয় ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদন আরও বলা হয়ে, নিহতদের মধ্যে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, যাদের বয়স সাত থেকে ৫১ বছরের মধ্যে।

 

এদিকে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় কিছু ত্রাণ ঢুকলেও প্রয়োজনের তুলনায় অনুল্লেখযোগ্য।

 

ইসরায়েল প্রতিদিন প্রায় ৯০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে । তবে এই যুদ্ধ শুরু হওয়ার আগে অর্থাৎ ২০২৩ সালের ৭ অক্টোবরের আগ পর্যন্ত প্রতিদিন গাজায় ৫০০ থেকে ৬০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করত।

ফলে ইসরায়েলি হামলা ও ক্ষুদা দুই কারণেই জীবনশংকায় পড়তে হচ্ছে গাজাবাসীকে।

 

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩,৬৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২১,৯৫০ জনের বেশি।

 

তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তুপের নিচে এখনো হাজারো মানুষ আটকে আছেন এবং তাঁদের অনেকেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই মোট মৃত্যুর সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।