শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের নীতিমালা হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট ::

 

শিল্পখাতে ভূগর্ভস্থ পানি বিনামূল্যে উত্তোলনের প্রথা বন্ধে নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

বুধবার (২১ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বিশ্বব্যাংকের ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ (WRG) ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) যৌথ আয়োজনে ওয়াটার রিইউজ অ্যান্ড রিসাইকেল: লঞ্চিং অব ন্যাশনাল অ্যালায়েন্স শীর্ষক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, বর্তমানে করপোরেট সেক্টর ভূগর্ভস্থ পানিকে ফ্রি রিসোর্স হিসেবে নিচ্ছে। এটা আর চলতে দেওয়া যাবে না।

 

পানি সীমাহীন নয়। জলবায়ু পরিবর্তনের এই যুগে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন গ্রহণযোগ্য নয়।

 

রিজওয়ানা হাসান বলেন, শিল্পখাতে পানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একটি খসড়া নীতিমালা তৈরি হয়েছে। একইসঙ্গে দূষিত পানি নদীতে ফেলা বন্ধ, পানি পুনর্ব্যবহার ও নিয়ন্ত্রিত ব্যবহারে উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি জানান, কিছুদিন আগে সুইডিশ সংস্থা সিডা একটি সভার আয়োজন করেছিল। সেখানে সরকারের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ব্র্যান্ড ও করপোরেট প্রতিনিধিরা অংশ নেন। সেখানে আলোচনার ভিত্তিতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তারা গার্মেন্টস ও টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করবে।

পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো এবং অনলাইন মনিটরিং চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপদেষ্টা।

 

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান, বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসাইন, এফআইসিসিআই পরিচালক আলা উদ্দিন আহমেদ এবং WRG প্রতিনিধি মাইকেল জন ওয়েবস্টার।

কনফারেন্সে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারখানার প্রতিনিধি ও আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডসহ প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেন।

 

পরে উপদেষ্টা পানি পরিশোধন প্রযুক্তি বিষয়ক স্টল পরিদর্শন করেন।