লোহাগাড়ায় মিললো গুলিবিদ্ধ লাশ

লোহাগড়া প্রতিনিধি ::

 

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন থেকে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলামের পিতা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জোট পুকুরিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে।

 

জানা যায়, সিএনজি অটোরিকশা চালক নুরুল ইসলাম ভোরে যাত্রী আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এলাকার লোকজন জানিয়েছেন ফজরের নামাজের আজান দেওয়ার আগে গুলির শব্দ শুনেছেন তারা। তাঁর পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। সিএনজি অটোরিকশায়ও ভাঙা চিহ্ন দেখা গেছে।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ভোর ছয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বড়হাতিয়া গ্রামে একজনের লাশ পড়ে থাকার খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। লাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে।