মেয়েকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক ::

ঘোষণার পর থেকেই বলিউড বাদশা শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। প্রায়ই নিত্যনতুন তথ্য আলোচনার জন্ম দিচ্ছে। বিশেষ করে মেগাবাজেটের সিনেমার তারকাখচিত কাস্টিং এবং শাহরুখের ‘কিং’ লুক।

 

ইতোমধ্যেই বিদেশের শুটিং থেকে ফাঁস হওয়া বাদশার ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়! এমতাবস্থায় হাটে হাঁড়ি ভাঙলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ফারহা খান। কিং-জন্য নাকি বিশাল প্রস্তুতি নিচ্ছেন ‘বাপ-বেটি’, জানালেন পরিচালক-কোরিওগ্রাফার।

 

চলতি বছর পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। আর প্রথম সিরিজেই আইএমডিবি’র রেটিংয়ে দ্বিতীয় স্থানাধিকার করে রেকর্ড গড়েছেন তিনি। ছেলের পর এবার কিংয়ের ‘পাখির চোখ’ মেয়ের সিনে ক্যারিয়ার পোক্ত করার দিকে, তেমন ইঙ্গিতই দিলেন ফারহা। কারণ আগামী বছর ‘কিং’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করতে চলেছেন সুহানা খান।

 

সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে হাজির ছিলেন ফারহা। সেখানেই বাদশার সন্তানদের ভূয়সী প্রশংসা করেন পরিচালক তথা কোরিওগ্রাফার। ফারহা জানান, সুহানা ভীষণই পরিশ্রমী। ‘কিং’-এর কড়া প্রস্তুতি নিচ্ছে।

 

সেই কথোপকথনের মাঝেই তিনি ফাঁস করেন, আমি জানি, শাহরুখ ওকে অ্যাকশন ট্রেনিং দিচ্ছে।

 

বলিউড মাধ্যম সূত্রে খবর, দিন রাত ঘাম ঝরিয়ে বাবা শাহরুখের কাছ থেকে অ্যাকশনের মারপ্যাঁচ শিখছেন সুহানা খান। অতঃপর পর্দায় যে পিতা-কন্যাকে অ্যাকশন অবতারে দেখা যাবে, তেমন আভাসও পাওয়া গেল।

 

একেই অ্যকশন থ্রিলার সিনেমা। দ্বিতীয়ত পর্দায় শাহরুখ-সুহানাকে প্রথমবার দেখার সৌভাগ্য। এছাড়াও অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তারকাদের উপস্থিতি। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে দেখা যাবে দীপিকার সঙ্গে বাদশার রোমান্স।