হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামের আরও একজন গুরুতর আহত হন।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড়স্থ মসজিদ সংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এমরান চৌধুরী ৭ নম্বর ওয়ার্ডস্থ চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাং এর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে এমরান চৌধুরী ও আরিফ চারিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছনে থাকা বেপরোয়া গতির একটি কাঠবোঝাই চাঁদের গাড়ি (চট্টগ্রাম-খ ২৯৪৪) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে। এমরান চৌধুরীকে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আরিফ চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ইউপি সদস্য মো. জসিম বলেন, বেপরোয়া গাড়ির ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. এমরান চৌধুরী নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বাদে যোহর চারিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থান দাফন করা হবে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় এমরান নামের একজন নিহত হয়েছেন। গাড়ি জব্দ করা হয়েছে।







