সাতকানিয়ায় প্রতিনিধি ::
সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে অভিযান চালিয়ে জোবায়রুল হক জিয়ান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জোবাইরুল হক জিয়ান ওই এলাকার মৃত আব্দুল আজিজ ওরফে আবদুল্লাহর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা জোবাইরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ২০২০ সালে ২৯ মে মাসে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তিনি।
নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।







