চট্টগ্রামে মার্কেটে এসি বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে এসি বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার মিমি সুপারমার্কেট সংলগ্ন কেবিএইচ প্লাজা নামে মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন– আবদুল গফুর ও নুর আলম। বিস্ফোরণে গফুরের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁকে এভারকেয়ার হাসপাতাল ও নুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার এসআই রেজাউল করিম বলেন, প্রবর্তক মোড় এলাকায় জুমার নামাজের আগে কেবিএইচ প্লাজার দ্বিতীয় তলায় বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি বলেন, কেবিএইচ প্লাজার সেন্ট্রাল এসি বিকল হওয়ায় দু’দিন ধরে মেরামতের চেষ্টা হচ্ছিল। জুমার আগেও মেরামত কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ওই মুহূর্তে সেখান দিয়ে যাচ্ছিলেন আবদুল গফুর। এসির একটি অংশ তাঁর গায়ে গিয়ে পড়ে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তাঁর একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।