পুতিন হুমকি দেননি, যুক্তরাষ্ট্র ‘ইচ্ছাকৃত বিকৃতি’ করছে: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি। যুক্তরাষ্ট্র বিষয়টিকে ‘ইচ্ছাকৃতভাবে বিকৃতি’ করেছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার (১৪ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগ করেন।

এর আগে বুধবার সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের জন্য কৌশলগতভাবে প্রস্তুত রয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠালে তা চলমান সংঘাতের ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’ বিবেচিত হবে বলে উল্লেখ করেন তিনি।

পুতিনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রাশিয়ার নেতা মস্কোর পারমাণবিক মতবাদ পুনর্ব্যক্ত করছেন। ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ে ‘বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিচ্ছেন।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। একইসঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ধারণা তার মাথায় কখনো আসেনি বলেও জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, এটা ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো হুমকি দেননি পুতিন। তিনি শুধু পারমাণবিক অস্ত্রের ব্যবহার অনিবার্য করে তুলতে পারে এমন কারণগুলো নিয়ে কথা বলছিলেন।