ওয়ারীতে রেস্টুরেন্টে আগুন

নিজস্ব প্রতিবেদক

সূত্রাপুর থেকে দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে যাচ্ছে। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের কয়েক ঘণ্টার মাথায় এবার ওয়ারীতে একটি রেস্টুরেন্টে আগুনের খবর পাওয়া গেছে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের এক বার্তায় শুক্রবার রাত সাড়ে ১০টার কিছুক্ষণ আগে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সূত্রাপুর থেকে দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে যাচ্ছে। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তবে ওয়ারীর ঠিক কোথায় এবং কোন রেস্টুরেন্টে আগুন লেগেছে তা জানায়নি ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।