গাজার প্রতি ৭৫ জনে একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ওসিএইচএর ডেটা অনুযায়ী, প্রায় ২৩ লাখ মানুষের উপত্যকা গাজায় প্রতি ৭৫ জনের মধ্যে একজনের প্রাণ গেছে ইসরায়েলের হামলায়।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় পাঁচ মাস ধরে ইসরায়েলের হামলায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

জাতিসংঘের মানবিক বিষয়াবলী সমন্বয় দপ্তর ওসিএইচএর ২৯ ফেব্রুয়ারির ডেটার বরাত দিয়ে সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গাজায় কমপক্ষে ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার শিশু।

ওসিএইচএর ডেটা অনুযায়ী, প্রায় ২৩ লাখ মানুষের উপত্যকা গাজায় প্রতি ৭৫ জনের মধ্যে একজনের প্রাণ গেছে ইসরায়েলের হামলায়।

সংস্থাটি আরও জানায়, গাজার আট হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

ইসরায়েলে ঢুকে গত বছরের ৭ অক্টোবর হামলা চালায় গাজার শাসক দল হামাস। ওই হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত ও কমপক্ষে ৮ হাজার ৭৩০ জন আহত হয়।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল, যার সঙ্গে পরবর্তী সময়ে যোগ হয় স্থল হামলাও। সে হামলার পাঁচ মাস হতে চললেও সংঘাত বন্ধে এখন পর্যন্ত কোনো চুক্তি করতে পারেনি হামাস ও ইসরায়েল।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন গাজার আট হাজার ৪০০ নারী। দেশটির বিমান ও স্থল হামলায় আহত হয় উপত্যকার ৭০ হাজার ৪৫৭ জনের বেশি বাসিন্দা, যাদের মধ্যে আট হাজার ৬৬৩ শিশু ও ছয় হাজার ৩২৭ জন নারী।