সাতকানিয়ায় থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বনিক পাড়া সুয়াদার ভাঙ্গা এলাকার বাঁশ ঝাড় থেকে লাশ উদ্ধার করা হয়। । ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতের শেষ ভাগের যে কোন সময় তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ‘লাশ এখনো তাজা রয়েছে এবং তাজা রক্ত বের হচ্ছে। নিহত দিনমজুরের নাম শাহাব উদ্দিন (৩৫)। তিনি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাঝের দোকান এলাকার হাজী নুর আহমদের ছেলে। নিহত শাহাব উদ্দিন ১ ছেলে ও মেয়ের জনক। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে।