মুশতাক-তিশার বই কিনতে গিয়ে হেনস্তার শিকার লেখক মাসউদ আহমাদ

অনলাইন ডেস্ক

সম্প্রতি মুশতাক আহমেদ-সিনথিয়া ইসলাম তিশার বিয়ে ও প্রেমকাহিনী বিষয়ক একটি বই প্রকাশিত হয় অমর একুশে বইমেলায়। বইটির প্রচারে গিয়ে মুশতাক ও তিশাকে মেলা থেকে বের হয়ে যেতে বাধ্য করে একশ্রেণির দর্শনার্থী।

আলোচিত সেই বইয়ে কী রয়েছে, কৌতূহলী হয়ে বইটি কিনতে যান কথাসাহিত্যিক মাসউদ আহমাদ। প্রকাশনা প্রতিষ্ঠান মিজান পাবলিশার্স মাসউদকে জানান, বই দেখানো যাবে না। নগদ টাকা দিয়ে কিনতে হবে। দেয়া হবে প্যাকেটে। মাসউদ আহমাদ সেই শর্ত মোতাবেক টাকা দেন। কিন্তু প্রতিষ্ঠানটি উল্লেখিত বইটি না দিয়ে, অন্য বই দিয়ে দেয়।

মাসউদ আহমাদ সেটা নিতে অস্বীকৃতি জানান। তার টাকা ফেরত দিতে বলেন। প্রকাশনীটি টাকা ফেরত না দিয়ে মাসউদের সঙ্গে অশোভণ আচরণ করে। এমনকি অপমানও করা হয়েছে বলে অভিযোগ করেছেন লেখক।

বিষয়টি লিখিত আকারে বাংলা একাডেমিতে অভিযোগ করেছেন তিনি।