চট্টগ্রামের কর্ণফুলী নদীর কিনারা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কালুরঘাটের পুলিশ ফাঁড়ির সামনে ভেসে আসে মরদেহটি।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি একরামুল্লাহ সিভয়েসকে বলেন, ‘নারীর বয়স অনুমান ৩৫/৪০ বছর। লম্বায় অনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি মাথায় লম্বা চুল, লাশটি অর্ধগলিত। পরনে খয়েরি রংয়ের ব্লাউজ, হলুদ রংয়ের পেটিকোট, দুই হাতে দুটি ইমিটেশনের চুড়ি ছিল। মুখে সম্পূর্ণ পচন ধরায় এখনও পরিচয় সনাক্ত করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের ক্ষেত্রে সদরঘাট নৌ থানায় যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইল।’