আমার মনে হয় সব এলোমেলো হয়ে যাচ্ছে: চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ নিউজ দেখলে মনটা খারাপ হয়ে যায়। হাসপাতালে অ্যান্ডোস্কপি করতে গিয়ে মানুষ মারা যায়। অস্ত্রোপচারকক্ষে ঢোকানো হলো, তারপর বলা হলো মারা গেছে। খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম হচ্ছে, ব্যাংকের টাকা লুট হচ্ছে। তিনি বলেন, আমার মনে হয় সব এলোমেলো হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়ম। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার যদি শক্তভাবে এগুলো হ্যান্ডল না করে, তাহলে তো দেশ খালি হয়ে যাবে।

তিনি বলেন, ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে এসব অর্থ যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েস, এগুলো দেখার দায়িত্ব কার? অর্থ ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন আমরা কোথায় যাব? বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার, এটা তাদেরই রিপোর্ট (বাংলাদেশ ব্যাংক)। তাহলে এত দিন তারা কী করেছিল?