লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে অফিসের নিচ তলায় এ ঘটনা ঘটে। পরে অফিসের নাইটগার্ড পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, ভোর ৪টার দিকে একজন দুর্বৃত্ত দেয়াল টপকে ভেতরে ঢুকে অফিসের স্টোর রুমে আগুন দেয়। অফিসের নাইটগার্ড আগুনের বিষয়টি দেখতে পেয়ে নিভিয়ে ফেলে। আগুনে অফিসের ২০০৮ ও ২০০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানা জানান, রিটার্নিং অফিসারের কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা নির্বাচন অফিস এবং সব উপজেলা নির্বাচন অফিসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাটির তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।







