সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের পিতার মৃত্যুতে সিইউজের শোক

নিউজ ডেস্ক ::

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখারের পিতা আবু মোহাম্মদ হোছাইনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে। 

 

শুক্রবার (১২ ডিসেম্বর) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।

 

আবু মোহাম্মদ হোছাইন বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের দেওয়ানবাজার মোড়ের মদিনা মসজিদে এবং বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামে বুড়িপুকুর মসজিদ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।