সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে ১৩ দোনানিকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কেরানীহাট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, নানা অনিয়মের অভিযোগে ১৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। এই সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা, বাজারে চলাচলের রাস্তা দখল করে দোকানের মালামাল রাখায় ১৩ জন দোকান মালিককে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।







