মীরসরাইয়ে চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া সবজিবোঝাই পিকআপ ভ্যান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন পিকআপ ভ্যান চালক ও তার সহকারী।
শনিবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার এলাকার চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শফিউল আলম (৫০) সবজি ব্যবসায়ী। তিনি কক্সবাজারের রামু উপজেলার চর লামারপাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে। আহতদের মধ্যে একজন লোকমান হাসেম (৩৬) বরিশালের পিরোজপুরের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সবজি নিয়ে চট্টগ্রামে আসার পথে ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, লাশ ও দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মীরসরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা হায়াতুন নবী বলেন, সবজিবোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।







