ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ::

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হত্যার ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সদর থানায় মামলা হয়েছে। 

 

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিহত সাদ্দামের বাবা মস্তু মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।

 

মামলায় শহরের কান্দিপাড়া এলাকার দেলোয়ার হোসেন দিলীপ, বাবুল, পলাশ, সাদিল মিয়া, টিটন, বাপ্পা ও কাজল মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ/সাতজনকে আসামি করা হয়।

 

এদিকে সন্ধ্যায় নিহত সাদ্দামের ময়নাতদন্ত শেষে তার লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার ও এলাকাবাসী। এ সময় তারা সদর থানায় অবস্থান নিয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তিনি আরও বলেন অপরাধীদের কোনো রাজনৈতিক দল নেই। যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

 

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ ও জেলার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় লায়ন শাকিল ও তার সহযোগীরা দেলোয়ার হোসেন দিলীপের লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই কান্দিপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

 

নিহত সাদ্দামের পরিবারের অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতেই দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে হত্যা করেছে।