মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্র্রিক্ট করেসপন্ডেন্ট ::

 মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে আইমান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আইমান উপজেলার কসবা গ্রামের বশির মীরের ছেলে।

 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আইমান খেলা করতে বাড়ি থেকে বের হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না।

 

পরে প্রতিবেশীরা তাকে একটি পুকুরের পানিতে ভাসতে দেখেন। এসময় আইমানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসমেরী খাইরুন নাহার বলেন, আইমানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।