মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের প্রবাসী আবুল মনছুর (৪৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে ওমানের বোয়ালি এলাকার নিজ কক্ষের পাশের গলিতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের নামাজে যাওয়ার সময় অন্য রুমমেটরা প্রথম মনছুরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত আবুল মনছুর ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নোয়াত্যাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার আগের রাতেও মনছুর পরিবারের সবার সঙ্গে হাসিখুশি কথা বলেছেন। তাঁর দাদা হাজী কালাম বলেন, মনছুর কখনোই আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে পারে না, এ ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে।
দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী মনছুরের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এদিকে নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন তাঁর পরিবার।







