রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাজ্জাদ হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজ্জাদ হোসেন ডাবুয়া ইউনিয়নের হিংগলা গ্রামের বাসিন্দা এবং টাইলস ও পাইপ ফিটিং কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বন্ধু মো. খোরশেদ জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চারাবটতল ফরেস্ট অফিস এলাকায় সাইট থেকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম-রাঙামাটি হাইওয়ে হয়ে বাড়ির দিকে আসছিলেন সাজ্জাদ। বাইন্যা পুকুর এলাকায় সড়কে সাইকেল আরোহী অমল দে’র সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদের মৃত্যু হয়।
আহত অমল দে’র দুই পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. সুজিত সরকার বাড়ির নারায়ণ দে’র ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।







