উখিয়ায় ১২ ঘণ্টায় দুই অস্বাভাবিক মৃত্যু

উখিয়া প্রতিনিধি ::

 

কক্সবাজারের উখিয়ায় পৃথক এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন স্থানীয় যুবক, অন্যজন রোহিঙ্গা তরুণী। তবে কি কারণে এমন তা জানা যায়নি।

 

শনিবার (১৫ নভেম্বর) সকালে ও রাতে এসব মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, সকালে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কাটিরমাথা এলাকায় নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জিশু বড়ুয়া নামের এক যুবক। তিনি ওই এলাকার মৃত তাতু বড়ুয়ার ছেলে।

 

অন্যদিকে রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টে ঘরে বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আসমা আক্তার (২০) নামের এক তরুণী। তিনি ক্যাম্পের বাসিন্দা সৈয়দুলের মেয়ে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘উভয় ঘটনাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।