নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নয় দিনের বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিন কঠোর অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে বলেও তিনি জানান।

দুই দিনের সফরে শনিবার (১৫ নভেম্বর) পটুয়াখালী পৌঁছে দুপুরে সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে এবার ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বর্তমানে মাঠে থাকা ৩০ হাজার সেনা সদস্যের পাশাপাশি নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনা মোতায়েন থাকবে।

এছাড়া ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‌্যাব এবং সাড়ে পাঁচ লাখের বেশি আনসার সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বিশেষ করে আনসার বাহিনীকে এবার অধিক দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের জন্য অস্ত্র ও বডিক্যামেরা সরবরাহ করা হবে।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে-এ বিষয়ে কোনো শঙ্কার সুযোগ নেই। জনগণ ও রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে নির্বাচনমুখী পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়েছে। বেশ কয়েকটি দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, যা নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি স্পষ্ট করে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত ইতোমধ্যে রায় ঘোষণার তারিখ জানিয়ে দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। রায়কে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেই; আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোজার আগে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি চূড়ান্ত করছে। প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, সেনা, বিজিবি, আনসারসহ সব সংস্থার সদস্যদের প্রশিক্ষণও চলছে। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মূল চাবিকাঠি হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে পড়ে, তখন কোনো শক্তি তাদের অংশগ্রহণ ঠেকাতে পারে না। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নির্বাচনমুখী হয়ে গেছে তাই নির্বাচন স্বাভাবিকভাবেই সম্পন্ন হবে।

তিনি জানান, নির্বাচনকালীন প্রশাসন পুনর্বিন্যাসসহ সব প্রক্রিয়াই স্বাভাবিক নিয়মে চলছে। নির্বাচন কমিশনের সিডিউল ঘোষণা ও আনুষঙ্গিক নির্দেশনা অনুযায়ী লটারিসহ প্রয়োজনীয় রদবদল করা হবে।

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটা উদ্দেশে রওনা হন।