বাঁশখালীতে বিয়ের ১৯ দিনের মাথায় ফেরদৌস আক্তার (২৩) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খালাইচ্ছার দোকান এলাকার স্বামীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ফেরদৌস আক্তার ওই গ্রামের শাহাব উদ্দীনের স্ত্রী ও সরল ইউনিয়নের মুজিবুর রহমানের মেয়ে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।







