পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে গুলি, আটক ৫

স্পোর্টস ডেস্ক ::

পাকিস্তান জাতীয় দলের তারকা পেসার নাসিম শাহের বাড়ির পাশে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। 

 

সোমবার পুলিশের বরাতে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ‘জিও টিভি’ জানায়, খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলায় নাসিমের ‘হুজরা’ (বাড়ির সংলগ্ন একটি অংশ বা বসার জায়গা) লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে বাড়ির মূল ফটক, জানালা এবং সেখানে পার্ক করে রাখা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজন সন্দেহভাজনকে আটক করেছে এবং ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

 

সৌভাগ্যবশত, নাসিম শাহের পরিবারের কেউ আহত হননি। গুলিবর্ষণের সময় এই পেসার রাওয়ালপিন্ডিতে অবস্থান করছিলেন।

 

পাকিস্তান দল বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে, যা শুরু হবে ১১ নভেম্বর এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

 

এরপর ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন নাসিম শাহ।