বাবা হত্যার মামলায় ছেলে গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি ::

চট্টগ্রামের সাতকানিয়া থানায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা আহমেদ হোসেন খুনের ঘটনায় ছেলে রিয়াদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (১০ নভেম্বর) ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে রোববার (৯ নভেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া খুন হয়েছিলেন আহমেদ হোসেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে পারিবারিক কলহ নিয়ে আহমেদ হোসেনের সঙ্গে তাঁর ছেলে রিয়াদ হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে বাবার গলার ডান পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আহমেদ হোসেনকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা আহমেদ হোসেন খুনের ঘটনায় ছেলে রিয়াদ হোসনকে সোমবার ভোরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া চৌমুহনী এলাকায় শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আহমেদ হোসেনের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।