আনোয়ারা- কর্ণফুলীতে ফুলেল ভালোবাসায় সিক্ত সরওয়ার জামাল নিজাম 

আনোয়ারা ও কর্ণফুলী প্রতিনিধি ::

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসেবে সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় আনন্দের বন্যা বইছে।

 

বিএনপির মনোনয়নপ্রাপ্ত আনোয়ারা- কর্ণফুলী আসনের প্রার্থী আলহাজ্ব সরওয়ার নামাল নিজামকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় আনন্দের বন্যা বইছে। মঙ্গলবার বিকেলে সরওয়ার জামাল নিজাম আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী, তরুণ সমর্থক ও সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল বের হয়। এলাকাজুড়ে “সরওয়ার নামাল নিজাম ভাই জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। স্থানীয় নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করা সরওয়ার নামাল নিজামই এ অঞ্চলের প্রকৃত জননেতা। তাঁর হাত ধরে আনোয়ারা ও কর্ণফুলী উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সরওয়ার জামাল নিজাম বলেন, “আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা যেন মর্যাদার সঙ্গে পালন করতে পারি—এই দোয়াই চাই।”

 

সভা ও গণসংবর্ধনা শেষে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বিএনপির নীতি- আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা ঘোষণার পর বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা নতুন উদ্দীপনা ও আশায় উজ্জীবিত হয়েছেন।