ফটিকছড়ি বখতপুর দায়রা বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় সংবর্ধনা

ফটিকছড়ি প্রতিনিধি ::

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর দায়রা বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক অমুন কুমার সরকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। 

 

উক্ত বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রাশেদুল আলম মঞ্জুর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল আলম , সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা দীন মোহাম্মদ , প্রদীপ কান্তি নাথ, গৌরি চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন ।

 

উক্ত বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এস সি ব্যাচ ২০০৫ থেকে প্রাক্তন শিক্ষার্থী এস এম তানভীর, আরো উপস্থিত ছিলেন বাবর উদ্দিন বখতপুরী, বাবর উদ্দিন ধর্মপুরী, বাবুল চন্দ্র নাথ, নিতাই কুমার, সাজ্জাদ রনি ও শাহজাহান চৌধুরী প্রমুখ।

 

বিদায়ী শিক্ষক অমুন কুমার সরকার প্রথমে শিক্ষকতা শুরু করেন জুলাই ১৯৮৫ সালে ফটিকছড়ি উপজেলা মাইজভান্ডার আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে শিক্ষকতা শুরু করেন ফটিকছড়ি উপজেলা বখতপুর দায়রা বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ফেব্রুয়ারীর ১৯৮৭ সালে । সেই থেকে ২০২৫ এর ৩০ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা জীবনের শেষ কর্ম দিবসের মাধ্যমে ইতি ঘটান বিদায়ী শিক্ষক অমুন কুমার সরকার ।