“সেভ দ্যা নেচার অব বাংলাদেশ” এর মুল কাজ—পরিষ্কার-পরিচ্ছন্নতা করা নয়, বরং তারা বিশ্বাস করে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলাই প্রকৃত পরিবর্তনের মূল চাবিকাঠি। সেই লক্ষ্যেই সংগঠনটি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে।
এই ধারাবাহিকতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ম্যাচেও দ্বিতীয় দিনের মতো সংগঠনের সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন। তারা স্টেডিয়ামে আগত হাজারো দর্শকের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন এবং গ্যালারিতে পরিচ্ছন্নতা ও ডাস্টবিন ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, “আমাদের প্রচেষ্টা তখনই সফল হবে, যখন সাধারণ মানুষ উপলব্ধি করবে যে তাদের আচরণের মাধ্যমেই পরিবেশের ক্ষতি হচ্ছে, এবং পাশাপাশি আয়োজকেরাও বুঝবে যে গ্যালারির প্রতিটি কোণে ডাস্টবিন স্থাপন কতটা গুরুত্বপূর্ণ।”
পরিবেশ রক্ষায় মানুষের আচরণগত পরিবর্তনই সবচেয়ে কার্যকর পন্থা উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে ইন শা আল্লাহ।।
উক্ত কর্মসুচিতে সংগঠন এর পক্ষ হতে উপস্থিত ছিলেন সভাপতি জসীম চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মারুফ উল ইসলাম, যুগ্ম সম্পাদক সাব্বির ইসলাম ফারুখ ও জিয়াউল হক সোহেল, দফতর সম্পাদক সালেহ নুর নাসিম, প্রচার সম্পাদক সাংবাদিক এম সাদ্দাম হোসাইন সাজ্জাদ, সহ প্রচার সম্পাদক বখতিয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক লোকমান শিকদার, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবীবুর নবী সোহেল, নাদিম, ইয়াকুব হাসান, নিজাম উদ্দিন, মাইনুদ্দিন হাসান ফাহিম, মোহাম্মদ হাসান, নুর হোসাইন,জাহাঙ্গীর, মাশরাফিসহ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।







