বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের প্রতীকী কর্মসূচি 

নিউজ ডেস্ক::

 

পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ অক্টোবর বুধবার শহীদ লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখা এক প্রতীকী কর্মসূচি পালন করে।

 

কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা ইস্টার্ন গ্যালারির একটি অংশ স্বেচ্ছায় পরিস্কার করেন এবং দর্শকদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেন ।

“Keep Our Environment Clean” এই

উদ্যোগের মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয় যে, পুরো গ্যালারিতে কোথাও ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন ছিল না। তাই দর্শকদের পাশাপাশি আয়োজকদেরও বিষয়টিতে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

খেলা শেষে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি এই অনন্য উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ সবসময়ই পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি জসীম চৌধুরী, সহ-সভাপতি এস. এম. মাসুদ, সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মারুফ উল ইসলাম, যুগ্ম সম্পাদক রিদুয়ানুল হক রিদু, দফতর সম্পাদক সালেহ নুর নাসিম, অর্থ সম্পাদক লোকমান শিকদার, সহ-অর্থ সম্পাদক নুর আলম, সহ-প্রচার সম্পাদক বখতিয়ার হোসেন রাজু,

আইন সম্পাদক নজরুল ইসলাম সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান খালেদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর নবী সোহেল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফয়সাল ইসলাম, সদস্য হাসান ও সিফাতুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।