বিলকিস নাহার মিতুর ছড়া: হেমন্তের রূপ

সাহিত্য ডেস্ক ::

 

হেমন্তকাল রূপ দেখালো

শিশির ভেজা ঘাসে,

পাকা ধানের মিষ্টি গন্ধ

হাওয়ায় হাওয়ায় ভাসে।

 

হলুদ আভায় ভরে ওঠে

ফুল ফসলি সব,

কিচিরমিচির শব্দে পাখি

করছে কলরব।

 

কৃষকেরা অপেক্ষাতে

কাটবে পাকা ধান,

নতুন ধানের নবান্নতে

ভরবে সবার প্রাণ।