আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্টিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিয়ময় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ঘণ্টা বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।
মতবিনিময় বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। মনোনয়ন সবাইকে দেওয়া সম্ভব নয়, একজনকেই দেওয়া হবে। যিনি মনোনয়ন পাবেন, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ উদযাপন করা যাবে না। পাশাপাশি যারা মনোনয়ন পাননি, তাদের কাছে আগে গিয়ে আন্তরিকতা ও ভ্রাতৃত্বের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে। দলীয় স্বার্থে সবাইকে ব্যক্তিগত অভিমান ভুলে একত্রে কাজ করতে হবে—তাহলেই বিজয় সম্ভব।
মতবিনিময় বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেন, একটি সংসদীয় আসনে একাধিক নেতার মনোনয়নপ্রত্যাশা স্বাভাবিক বিষয়। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়, একজনকেই মনোনয়ন দেওয়া হবে। যিনি মনোনয়ন পাবেন, বাকি সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সবাই ঐক্যমতে পৌঁছেছি—মনোনয়ন যিনি পাবেন, তার পক্ষে সবাই কাজ করবেন।
তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর এলাকায় মিষ্টি বিতরণ বা উৎসব করা যাবে না। বরং যারা মনোনয়ন পাননি, তাদের ঘরে ঘরে গিয়ে কোলাকুলি করে নির্বাচনী প্রচারণা ও দলের জন্য কাজ করতে হবে। যারা দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যারা নিষ্ঠার সঙ্গে দলের জন্য কাজ করবেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
প্রসঙ্গত, বিএনপি চট্টগ্রামের বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রায় ১২০ জন মনোনয়নপ্রত্যাশী মতবিনিময় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রামের ১৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করা হবে।







