কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে বিদেশি বিশেষজ্ঞরা আমন্ত্রিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট ::

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দেশ থেকে তদন্তের জন্য বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ শনাক্ত ও বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা শিগগিরই এসে ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহ করবেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে থাকা বিপুল পরিমাণ কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দাহ্য পদার্থ বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানবন্দরের নিজস্ব চারটি ইউনিট রয়েছে। আমরা আশা করেছিলাম তাদের উদ্যোগে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে। কিন্তু দাহ্য পদার্থের আধিক্য এবং বাতাসের কারণে আগুন নেভাতে সময় লেগেছে।

 

তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা হয়ে থাকলে তা তদন্তের জন্য আমরা চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছি। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান চালাবেন—আগুনের প্রকৃত কারণ কী ছিল এবং এতে কারো দায় আছে কি না, তা তারা নির্ণয় করবেন।

 

গত সপ্তাহে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক কার্গো প্যাকেজ এবং বিভিন্ন কুরিয়ার কোম্পানির পণ্য সম্পূর্ণ পুড়ে যায়।