সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কমিটির সদস্যদের অংশগ্রহণে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— স্কুল ও কলেজ পর্যায়ে গণসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে “সবুজ টিম” গঠন, পরিবেশবান্ধব প্রতিষ্ঠানকে “গ্রীন ক্যাম্পাস” ঘোষণা, পলিথিন ফ্যাক্টরি নিয়ন্ত্রণে পদক্ষেপ, ইউক্যালিপটাসসহ ক্ষতিকর গাছ বিক্রি বন্ধ, “পলিথিনমুক্ত মডেল বাজার” গঠন এবং হালদা ও কর্ণফুলী নদী দূষণমুক্ত করার উদ্যোগ।
সভায় বক্তারা বলেন— “পরিবেশ রক্ষা কেবল দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার অঙ্গীকার।” তারা বলেন, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ ও সহ সভাপতি এস এম মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মারুফ উল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, জিয়াউল হক সোহেল, রিদুয়ানুল হক রিদু, এস. এম. তানভীর, দফতর সম্পাদক সালেহ নুর নাসিম, সহ-প্রচার সম্পাদক বখতিয়ার হোসেন রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক আহসান খালেদ, সহ-তথ্য সম্পাদক হাবিব উন নবী সোহেল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল ইসলাম, নগর কমিটির সদস্য হাসান মুরাদ ও সিফাতুর রহমান।
এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি কায়কোবাদ ইস্তোফা ও জহির উদ্দীন, জুলাই আহত যোদ্ধাদের প্রতিনিধি ইয়াকুব হোসাইন শাকিল ও তানভীরুল ইসলাম, এবং সিটি কলেজ ছাত্র প্রতিনিধি মোঃ মাসুদ ও জাবেদ শাফায়াত সোবহানসহ আরও অনেকে।
সভায় বক্তারা সকলের প্রতি আহ্বান জানান—
“চলুন, আমরা সবাই মিলে পলিথিনমুক্ত, বৃক্ষনির্ভর ও সবুজ চট্টগ্রাম গড়ি।”







