রোদ উপেক্ষা করে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস ::

 

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে মিরপুরে ব্যস্ত সময় কাটাচ্ছে টাইগাররা। কাঠফাটা রোদ, কিন্তু সেটি থামাতে পারেনি মিরাজদের অনুশীলন।

 

 

ঘাম ঝরিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। পরের ম্যাচেই সিরিজ নিশ্চিত করার প্রত্যয়।

 

দিনের শুরুতে হালকা অনুশীলন করেন টাইগাররা। হ্যান্ডবল খেলে গা গরম করেন তারা।

 

এরপরই শুরু হয় মূল অনুশীলন পর্ব। দলের সবাই ক্যাচ প্র‍্যাকটিস করেছেন বেশ মনোযোগী হয়ে।

এরপরই শুরু হয় ব্যাটিং সেশন। দিক নির্দেশনা দিচ্ছিলেন ফিল সিমন্স, দেখাচ্ছিলেন সঠিক টেকনিক।

স্পিনারদের অনুশীলনেও প্রাণচাঞ্চল্য। কোচ মুশতাক আহমেদ কাজ করছেন রিশাদ হোসেন, আবার একইসঙ্গে কাজ করছেন নাসুম আহমেদ ও তরুণ তানভীর ইসলামের সাথেও। স্কোয়াডে নতুন করে যোগ দিয়েছেন নাসুম। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে যিনি হতে পারেন ভয়ঙ্কর অস্ত্র।

 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাজেভাবে হোয়াইটওয়াশের পর ঘরের মাঠে বাংলাদেশের একটাই লক্ষ্য-আফগানদের বিপক্ষে হারের ক্ষত শুকানো। প্রথম ম্যাচ ভালোভাবেই উতরে গেছে বাংলাদেশ। এবার মিরপুরের রোদে ঘামে সিক্ত হয়ে সিরিজ জয়ের লড়াইয়ের প্রস্তুতিই নিচ্ছে টাইগাররা।