চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানাল ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগর শাখা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

বাংলাদেশের পরিবেশবান্ধব সংগঠন ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রবিবার সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মেয়র নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রকৃতি, পরিবেশ, জলবায়ু ও বন্যপ্রাণী সংরক্ষণের কাজে সবাইকে আরও বেশি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি নবগঠিত কমিটির সদস্যদের পরিবেশ রক্ষার কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও সংগঠক মো. জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ, এম. এস. এম. মাসুদ, আবু সাঈদ রাসেল, মোহাম্মদ আনোয়ার হোসেন, সাব্বির ইসলাম ফারুক, রেদওয়ানুল হক, জিয়াউল হক সোহেল, নজরুল ইসলাম, এস. এম. তানভির, শিবলি নোমান, মারুফুল ইসলাম, সালে নূর নাসিম, নিয়াজ মোরশেদ খান, সাংবাদিক সাদ্দাম হোসাইন সাজ্জাদ, মোহাম্মদ বখতিয়ার হোসেন রাজু, অ্যাডভোকেট নজরুল ইসলাম সুমন, লোকমান সিকদার, নুরুল আলম, হাবিবুন নবী সোহেল, ফয়সাল জিয়া, মুবারক বিন মাহি, আয়ুব খান, আরিবুল হক শাকিল, হাসান মুরাদ, সিফাতুর রহমান প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম নগরে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভবিষ্যতে একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।