আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নস্থ রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসায় বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় রায়পুর’র উপদেষ্টা তরুণ সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লায়ন মুহাম্মদ ফয়সাল মিয়ার আহ্বানে লায়ন ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল জুবিলী’র উদ্যোগে ৩নং রায়পুর ইউনিয়নের সকল শ্রেণীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি আজ ১৭ অক্টোবর শনিবার আনোয়ারা রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদ্রাসায় সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় রায়পুর ও মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সেবা সমূহের মধ্যে ছিল চক্ষু চিকিৎসা ২০০০+, চোখের অপারেশন করার জন্য তালিকা ভুক্ত ২০০+, ডায়বেটিস পরিক্ষা ৪৫০+, রক্তের গ্রুপ নির্ণয় ৭৫০ +, ক্যান্সার বিষয়ে সচেতনতা ও নেপকিন বিতরণ।
খবর বিজ্ঞপ্তির।







