জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা-রাজনীতিবিদরা

সিনিয়র করেসপন্ডেন্ট ::

 

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা-রাজনীতিবিদরা জুলাই সনদে স্বাক্ষর করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস।

বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক দলের নেতারা।

 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয় ৪ টা ৩৯ মিনিটে।

 

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন।

 

 

এছাড়া উপস্থিত রয়েছেন রাজনৈতিক দলের পাশাপাশি বিদেশি কূটনৈতিকরাও।

এর আগে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়।

 

বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয় ৷