সিইপিজেডে তোয়ালে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট::

 

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৯টি ইউনিট কাজ করছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৫ নম্বর সড়কের অ্যাডানস ক্যাপ্স অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক ওই কারখানায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি জানান, কারখানাটি মূলত তোয়ালে উৎপাদন করে। দুপুর ২টা ১০ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস।

 

তিনি আরও জানান, ঘটনাস্থলে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ স্টেশনে ৯টি ইউনিট কাজ করছে।