প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ

সিনিয়র করেসপন্ডেন্ট ::

 

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এছাড়া এসময় তাদের ছত্রভঙ্গ করতে পর পর পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।

 

 

সেই সঙ্গে গরম পানি ছুড়তে দেখা গেছে।

 

রোববার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা।

 

এরপর দুপুর পৌনে ২টার দিকে এ লাঠিচার্জ শুরু হয়েছে।

 

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

 

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে দাবি আদায়ে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন তারা।