পশ্চিম রাউজান বৈদ্যের পাড়া ধর্মচক্র যুব সংঘের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ ৩ অক্টোবর শুক্রবার পশ্চিম রাউজান বৈদ্যের পাড়া আনন্দ বিহারে অনুষ্ঠিত হয়।
সকালে ভিক্ষুসংঘকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্যদিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিকেলে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
ধর্মচক্র যুব সংঘের সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাউজান সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিপুল সেন মহাথের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত রাহুল রত্ন স্থবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মালোক থের।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ধর্মচক্র যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, বক্তব্য প্রদান করেন আনন্দ বিহার কমিটির কার্যকরী সভাপতি বিজন বড়ুয়া, ধর্মচক্র যুব সংঘের সভাপতি রাজিব বড়ুয়া, সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া, অর্থ সম্পাদক রুবেল বড়ুয়া ।
উপস্থিত ছিলেন ধর্মচক্র যুব সংঘের উপদেষ্টা প্রকৌশলী জিকু বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, সোহেল বড়ুয়া, মিল্টন বড়ুয়া, পিপলু বড়ুয়া, সঞ্জীব বড়ুয়া, প্রকৌশলী জুয়েল বড়ুয়া, ডা: রোমেল বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া বাপ্পা, ধীমান বড়ুয়া, মিশু বড়ুয়া, তন্ময় বড়ুয়া, প্রীতম বড়ুয়া শুভ, প্রসেনজিৎ বড়ুয়া, রাজু বড়ুয়া, শিমুল বড়ুয়া, অন্তর বড়ুয়া, লিটন বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, রয়েল বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় । খবর বিজ্ঞপ্তির।







