পশ্চিম রাউজান বৈদ্যের পাড়া ধর্মচক্র যুব সংঘের উদ্যোগে আগামীকাল ধর্মীয় প্রতিযোগিতা 

পশ্চিম রাউজান বৈদ্যের পাড়া ধর্মচক্র যুব সংঘের উদ্যোগে আগামীকাল ৩ অক্টোবর শুক্রবার এক ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । বৌদ্ধ নর নারী ও শিশু-কিশোরদের ধর্মীয় চেতনা বৃদ্ধি, শুদ্ধভাবে সূত্র উচ্চারণসহ বিভিন্ন বিষয়ে গভীর ধর্মীয় চেতনা আনার প্রত্যয়ে আয়োজক কমিটি এই আয়োজন করেছেন। আগামীকাল সকাল ৮ টায় পশ্চিম রাউজান বৈদ্য পাড়া আনন্দ বিহারে প্রতিযোগীসহ তাদের অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন ধর্মচক্র যুব সংঘের সভাপতি রাজিব বড়ুয়া ও সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া। খবর বিজ্ঞপ্তির।