ইসলামী জনকল্যাণ সংস্থা পটিয়ার উদ্যোগে দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তির ::

ইসলামী জনকল্যাণ সংস্থা পটিয়ার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর শুক্রবার গরিব অসহায় দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠান পটিয়ার বায়ারদীঘির পাড় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী জনকল্যাণ সংস্থার সভাপতি মুফতি হাবিবুল্লাহ চৌধুরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এড. শফিউল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন হিরু।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ট্যাক্স কর্মকর্তা লায়ন মোঃ সেলিম উদ্দিন সিকদার,

ইসলামী চিন্তাবিদ ও গবেষক বাংলাদেশ নেজামুল ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রব্বানী।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গরীব-দুঃখীদের মাঝে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আর্থিক সংকটে থাকা জনগোষ্ঠীর কল্যানে আমাদের সকলকে কাজ করতে হবে।

এসময় এলাকার শতাধিক দুস্থদের মাঝে বিভিন্ন সহায়তা, শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।