চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ::

 

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

 

 

এ দুজন হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আনোয়ার ও হামজার সঙ্গে প্রতিবেশী প্রতিপক্ষের গরু কেনা নিয়ে বিবাদ চলে আসছিল।

 

এরই জেরে শনিবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় ওই দুই ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। সেখানে তাদের পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।

স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে আনোয়ারের মৃত্যু হয়।

 

সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।