চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ::

চট্টগ্রামে পরিবেশবাদী সংগঠন “সেভ দ্যা নেচার অব বাংলাদেশ” এর প্রস্তাবিত কমিটির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এক মত বিনিময় সভা আজ ১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় চকবাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এই মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রামকে “ক্লীন ও গ্রীন সিটি” তে রুপান্তরের লক্ষ্যে সকলেই তাদের মতামত প্রদান করেন এবং পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এক যোগে কাজ করার লক্ষে সমাজের সকল স্তরের পেশাজীবী, শিক্ষক, সংগঠক ও ছাত্রসহ সকল ঘরানার লোককে সংগঠনের সাথে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা প্রকল্পের নামে দুনীতি প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ ‘করবে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’।

সভায় বন্যপ্রাণীর অভয়ারণ্য রক্ষায় সকলে ঐকমত্য পোষণ করেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের সচেতন নাগরিকরা বিবেকের তাড়নায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এই সভার  আয়োজন করা হয়।

উক্ত সভায় সংগঠনের নেতৃবৃন্দের মতামতের প্রেক্ষিতে কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জনসচেতনতা ও ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার লক্ষ্যে এবং পরিবেশ দূষণ রোধে কাজ করার জন্য লিফলেট বিতরণ, যেসব জায়গায় স্কুল কলেজ আছে সেসব জায়গার উন্মুক্ত স্থানে ডাস্টবিনগুলোকে প্রতিস্থাপন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের স্মারকলিপি প্রদান, পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছর সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন, খালের নাব্যতা রক্ষার নিমিত্তে একযোগে কাজ করবে সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও নদী দূষণ ও দখল রক্ষার্থে কাজ করবে এবং কল-কারখানার বিষাক্ত বর্জ্যগুলো কর্ণফুলী নদীতে পড়ে নদীকে যাতে দূষিত করতে না পারে তা নিয়ে কাজ করবে “সেভ দ্যা নেচার অব বাংলাদেশ”।