ইরান থেকে প্রথম দফায় ৩৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। তাদের অধিকাংশই নারী, শিশু ও চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগী।
আগামী ২৫ জুন ভোরে তারা তেহরান থেকে সড়কপথে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সোমবার (২৩ জুন) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
তিনি জানান, এই বাংলাদেশিরা ইরান-বেলুচিস্তানের তাফতান সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর তারা করাচি হয়ে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় পৌঁছাবেন।
করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইরান থেকে দেশে ফেরার আগ্রহ জানিয়ে ইতোমধ্যে ৯৪ জন বাংলাদেশি তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধন করেছেন।
তাদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।
ইরানে বর্তমানে প্রায় ২ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।
দেশে ফিরতে আগ্রহী সকল বাংলাদেশিকে দ্রুত নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ লক্ষ্যে যেকোনো তথ্য ও সহায়তার জন্য নিচের হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে:
বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন):
+৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭







