চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে শিবুউ মারমা (৩৫) নামে এক যুবককে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা৷ তিনি সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে।
শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এ ঘটনা ঘটে৷
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মরদেহের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে৷ তাৎক্ষণিক কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।







