ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক ::

 

ভারতে এবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।

 

রোববার (১৫ জুন) উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এই দুর্ঘটনা ঘটে।

 

হেলিকপ্টারে থাকা লোকজন কেদারনাথ মন্দির দর্শন করে গুপ্তকাশি শহরে ফিরছিলেন।

 

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে বলেছে, ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এতে থাকা ছয় পূণ্যার্থী ও পাইলট নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে ২৩ মাসের এক শিশুও রয়েছে।

 

দুর্ঘটনায় সবাই মারা গেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন, রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক।

 

আমি সব ভ্রমণকারীর জন্য প্রার্থনা করি।

ধামি বলেন, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

 

হিমালয়ঘেঁষা কেদারনাথ মন্দির পূণ্যার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার ছয় সপ্তাহের মধ্যে এটি পঞ্চম দুর্ঘটনা। এর আগে গত ৭ জুন কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার মহাসড়কে অবতরণে বাধ্য হয়। এতে যাত্রীরা অক্ষত থাকলেও আহত হন পাইলট।

 

গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভারতের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণ পর এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ২৪১ আরোহী ও দুর্ঘটনাস্থলের আরও বেশ কিছু মানুষ প্রাণ হারান।